জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে: হানিফ

14/07/2016 7:48 pmViews: 10
জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে: হানিফ
 
জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার যশোরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহবান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান। মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোন ঠাঁই নেই। জামায়াত শিবির দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।’
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, মনিরুল ইসলাম মনির, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পুলিশ সুপার আনিসুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাসির উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ঈমাম, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর- বাসস।

Leave a Reply