জঙ্গিবাদের উস্কানিদাতাদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

05/01/2016 2:56 pmViews: 8
জঙ্গিবাদের উস্কানিদাতাদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
 
জঙ্গিবাদের উস্কানিদাতাদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে যারা জঙ্গিবাদ উসকে দেয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করা হচ্ছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সবাইকে বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার দুপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। জঙ্গিবাদে তারা বিশ্বাস করে না। কিন্তু জঙ্গিবাদ উস্কে দেয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি এস.এম মাহফুজুল হক নূরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলম, জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদ এসময় সার্বিক প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে জানান, বুধবার থেকে ইজতেমায় বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে ৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। একটি প্রধান নিয়ন্ত্রণ কক্ষসহ মোট পাঁচটি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। সেই সাথে থাকছে ৬০টি সিসি টিভি, পাঁচটি পর্যবেক্ষণ টাওয়ার, বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ এবং মোট ২০জন ম্যাজিস্ট্রেট পর্যায়ক্রমে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। যানজট নিয়ন্ত্রণের জন্য আব্দুল্লাহপুর থেকে উত্তরে জয়দেবপুর চৌরাস্তা ও পূর্বে মিরের বাজার পর্যন্ত প্রতিটি পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। সড়ক-মহাসড়কের পাশে কোন হাকার বা ফুটপাতে কোন দোকান থাকবে না।
ডিআইজি মাহফুজুল হক বলেন, জঙ্গি ধরতে ইজতেমায় বিজ্ঞান সম্মত আধুনিক প্রযুক্ত ব্যবহার করা হচ্ছে। কেউ কোন নাশকতা করলে রেহাই পাবে না।

Leave a Reply