জঙ্গিদের বিস্ফোরক সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

19/06/2015 3:41 pmViews: 7
জঙ্গিদের বিস্ফোরক সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

 ১৯ জুন, ২০১৫

জঙ্গিদের কাছে রাসায়নিক পদার্থ ও বিস্ফোরক সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি দক্ষিণের উপকমিশনার মো. মাশরুকুর রহমানের নির্দেশনায় এডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিবি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানিয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী গাজী মোহাম্মদ বাবুল, টিকাটুলির তিন রাসায়নিক দ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠান এশিয়া সায়েন্টিফিকের মালিক রিপন মোল্লা, ওয়েস্টার্ন সায়েন্টিফিক কোম্পানির মালিক মহিউদ্দিন ও এফএম কেমিক্যাল অ্যান্ড সন্সের মালিক নাসির উদ্দিন।

গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামিয়া বাংলাদেশ (হুজি-বি) ও আনসারুল্লাহ বাংলা টিমের কাছে এসব বিস্ফোরক সরবরাহ করে বলে দাবি করেছে ডিবি।

যুগ্ন কমিশনার মনিরুল ইসলাম জানান, গত ৭ জুন ছয় কেজি বিস্ফোরকসহ হরকাতুল জিহাদ আল ইসলামিয়া বাংলাদেশ ও আনসার উল্লাহ বাংলা টিমের ৯ জন সদস্য গ্রেফতার হন। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার এই চারজন তাদের কাছে বিস্ফোরক দ্রব্য বিক্রি করেছিলেন।

Leave a Reply