‘ছাত্রলীগ নেতা সঞ্জিত ও সাদ্দামের নেতৃত্বেই ডাকসুতে হামলা’
‘ছাত্রলীগ নেতা সঞ্জিত ও সাদ্দামের নেতৃত্বেই ডাকসুতে হামলা’
ছাত্রলীগ নেতা সঞ্জিত ও সাদ্দামের নেতৃত্বেই ডাকসুর ভিপি নুর ও তার সহযোগিদের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। একইসঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, ডাকসু ভবনে ভিপি নুরসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিদের নেতা-কর্মীদের ওপর হামলায় জুয়েল, সোহেল, ফারাবীসহ অনেকেরই শারিরীক অবস্থার অবনতি হয়েছে। অথচ চিকিৎসক ও ঢাকা মেডিকেলের পরিচালক আশঙ্কামুক্ত বলে দাবি করছে, যা দুঃখ জনক।
রাশেদ খান বলেন, এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় যারা আইসিইউতে আছেন এবং চিকিৎসাধীন তাদের মধ্যে তুহিন ফরাবি আইসিইউতে ছিলেন। তাকে চিকিৎসকরা বুধবার বেডে স্থানান্তর করেছিল। তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দশটার দিকে আবার তাকে বেড থেকে এইচ ডি ইউ তে নেয়া হয়েছে। তাতে প্রমাণিত হয় সে এখনো শংকামুক্ত নয়।।