ছাত্রলীগের ২ কর্মীর রগ কেটে দিয়েছে শিবির
তিনদিনের হরতালের প্রথমদিন রাতে চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগের দুই কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে শিবিরকর্মীরা। এ ছাড়া দুই যুবলীগকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।রোববার রাত ৮টার দিকে মিরসরাই উপজেলার নিজামপুর রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মধ্যম ওয়াহেদপুর গ্রামের আবুল খায়েরের ছেলে রিপন (২৪), শেখের তালুক গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রানা (১৯), একই গ্রামের জামাল উদ্দিন (৫৫) ও তাঁর ছেলে ওমর ফারুক (২২)।
এদের মধ্যে ওমর ফারুক ও রানার অবস্থা আশঙ্কাজনক।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুল ইসলাম রানা বলেন, নিজামপুর কলেজ সংলগ্ন রেল স্টেশনের একটি দোকানে বসা অবস্থায় ছাত্রলীগের কর্মীদের এলাপাথাড়ি কোপায় শিবিরের কর্মীরা।
“এতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের পায়ের রগ কেটে দেয়া হয়েছে।”
অবশ্য মিরসরাই থানার ওসি ইমতিয়াজ আহমেদ দাবি করেছেন, ছাত্রশিবিরের কর্মীরা রেল স্টেশনে তিন ছাত্রলীগের কর্মীকে কুপিয়েছে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।