ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা
২৫ জুলাই, ২০১৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের ২৮তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১১টা ৭ মিনিটে মঞ্চে আসন গ্রহণ করেন শেখ হাসিনা। পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর পরিবেশিত হয় ছাত্রলীগের দলীয় সঙ্গীত।
প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হওয়ার পর সবাই প্রধানমন্ত্রীকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানান।
এসময় প্রধানমন্ত্রীও সবাইকে হাত নেড়ে অভিনন্দন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।