ছাত্রলীগের সংঘর্ষ: অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ
ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বেলা দেড়টায় এ ঘোষণা দেয়া হয়।
চুয়েটের সহকারি পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বেলা ১টায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ২০ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের কারণে ক্যাম্পাসে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বড় ধরনের বিশৃংখলা সৃষ্টি হওয়ার আশংকায় চুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য, সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট এবং রেজিস্ট্রারের সমন্বয়ে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে, স্নাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।