ছাত্রদল সভাপতি ১৬ দিনের রিমান্ডে
নাশকতার আট মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ দুইদিন করে ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পল্টন থানার ৮টি নাশকতার মামলায় আদালতে হাজির করে রাজিবের ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে প্রত্যেক মামলায় দুই দিন করে মোট ১৬ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৯ জুলাই রাতে কুয়াকাটা যাবার পথে লেবুখালী ফেরী ঘাটে মাইক্রোবাস থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। ২০ জুলাই রাজীব আহসানসহ ছয়জনকে জেল হাজতে পাঠানো হয়।
রাজিব আহসান পটুয়াখালীর মাদক মামলা ছাড়াও ঢাকার পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার ২৩টি নাশকতা মামলার আসামি।