ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ছাত্রদল নেতা নিহত

04/11/2022 2:49 pmViews: 1

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলের পর মিছিলকারীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় মো. অমিত হাসান (১৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। হামলায় আরও আটজন আহত হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা।

ছাত্রদল সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা ছাত্রদল একটি মশাল মিছিল করে। মিছিলটি ভুলতা চৌরাস্তা থেকে শুরু হয়ে এশিয়ান হাইওয়ের মুন্সির পাম্প এলাকায় গিয়ে শেষ হয়।

কাঞ্চন পৌর ছাত্রদলের সদস্য সচিব তন্ময় হাসান জয় জানায়, মিছিল শেষ করে ফেরার পথে পিছন দিক থেকে অতর্কিতভাবে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এমন অতর্কিত হামলায় দিশেহারা নেতা-কর্মীরা বিভিন্ন দিকে ছুটতে থাকেন। ধাওয়া খেয়ে দৌড়ে যাবার সময় প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হয় কাঞ্চন পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সহ-সভাপতি অমিত হাসান অনিক। এ সময় হামলায় আরো ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেন তন্ময়। মুমুর্ষ অবস্থায় অনিককে প্রথমে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাত দেড়টার দিকে সেখানে মৃত্যুবরণ করেন অনিক। এদিকে এই হামলার দায় অস্বীকার করেছে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সড়ক দূর্ঘটনায় একজন ছাত্রদল কর্মী মারা গেছেন বলে শুনেছি।

Leave a Reply