ছবি শেয়ারের নতুন মাধ্যম আনছে গুগল

28/05/2015 6:36 pmViews: 2

শেয়ারের নতুন মাধ্যম আনছে গুগল

google-
ছবি শেয়ার করার নতুন প্লাটফর্ম আনতে যাচ্ছে গুগল। চলতি মাসে গুগলের ডেভেলপারদের সম্মেলনে এই প্লাটফর্মের ঘোষণা দিতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গুগলের মিডিয়া বিভাগের প্রধান। গুগল আরো জানায়, ছবি শেয়ার করার এই সাইটের সাথে গুগল প্লাসের কোন মিল থাকবে না।

 

এটি সম্পূর্ণ আলাদা ধরনের একটি ছবি আদান-প্রদানের মাধ্যম হবে।

 

চলতি বছরের মার্চ মাসে গুগলের ভাইস প্রেসিডেন্ট ডেভিড সি ড্রুমন্ড সামাজিক যোগাযোগের সাইট এবং ছবি শেয়ারের সাইটকে আলাদাভাবে তৈরির আভাস দিয়েছিলেন।

 

গুগলের ছবি শেয়ারিং এ প্লাটফর্ম থেকে ফেসবুক এবং টুইটারেও ছবি দেয়ার সুবিধা থাকতে পারে বলে মনে করছেন অনেকে। তবে গুগল এ ব্যপারে এখনো মুখ খুলেনি। কারণ গুগল গুজব কিংবা সম্ভাব্য কোন বিষয় নিয়ে কখনো মন্তব্য করে না।

 

চলতি মাসে গুগলের ডেভেলপারদের সম্মনেলনের পরই দেখা যাবে নতুন প্লাটফর্ম সম্পর্কে কি ঘোষণা দেয় গুগল ইন করপোরেশন।

Leave a Reply