ছওয়াব-এর স্বেচ্ছাসেবী সম্মেলন-২০২৩ উদযাপন
বৃহঃস্পতিবার (২৫ মে) বেসরকারি উন্নয়ন সংস্থা ছওয়াব (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ)-এর বাৎসরিক স্বেচ্ছাসেবী সম্মেলন-২০২৩, প্রতিষ্ঠানের কনফারেন্স কক্ষে উদযাপন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মোঃ মনিরুজ্জামান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াবের উপদেষ্টা পরিষদের সদস্য কর্ণেল (অবঃ) জেড আর এম আশরাফ উদ্দীন ও মোঃ আব্দুল আউয়াল; নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ নূরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবকসহ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্যগণও উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে সভাপতিত্বকরেন সংস্থার চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান মহোদয়।
দিনব্যাপী উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের অবদান অনস্বীকার্য। পূর্বের তুলনায় বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমে এসেছে। কারণ স্বেচ্ছাসেবকরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসছে। যেমনভাবে ১৯৭০ সালের বন্যায় এগিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরো বলেন, স্বেচ্ছায় সেবা প্রদানের জন্য প্রথমে স্বেচ্ছাসেককদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। পরিশেষে তিনি দারিদ্র বিমোচনে ও সামাজিক কাজে স্বেচ্ছাসেবকদেরকে আরো এগিয়ে আসার আহŸান জানান।
সম্মেলনে বিশেষ অতিথিগণ স্বেচ্ছাসেবকদের কাজের অবদান সম্পর্কে আলোচনা করেন এবং দেশের ও সমাজের সার্বিক উন্নয়নে কাজ করার উদাত্ত অহŸান জানান। এ সময় ছওয়াব এর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সুনামগঞ্জের মোঃ তানিম খাঁ, দিনাজপুরের আব্দুল কাদের লাবু এবং খুলনার আবুল হাসান সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।