“ছওয়াব এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে সেলাই মেশিন বিতরণ”

20/11/2022 9:58 pmViews: 4

বেসরকারী সংস্থা ছওয়াব (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে গত ১০/১১/২০২২ ইং তারিখ বৃহঃস্পতিবার বালুখালী (ক্যাম্প- ৭)-এ ৪০ জন রোহিঙ্গা উপকারভোগীকে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়।

৭২ দিন মেয়াদী সেলাই প্রশিক্ষণে মোট ১৮ টি আইটেম শেখানো হয় এবং প্রশিক্ষণ শেষে আত্ব কর্ম-সংস্থানের উদ্দেশ্যে ৪০ জন রোহিঙ্গা অসহায় নারীকে সেলাই মেশিন ও সনদপত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৭ এর সম্মানীত ক্যাম্প ইনচার্জ(ঈরঈ) রবীন্দ্রচাকমা মহোদয় এবং সভাপতিত্ব করেন “ছওয়াব”- এর হেড অব প্রোগ্রাম মো: লোকমান হোসাইন তালুকদার।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ছওয়াব-এর স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো- অর্ডিনেটর মো: আতাউল্লাহ্, উপস্তিত ছিলেন ছওয়াব এর ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মো: আনোয়ার সাদ্দাত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা মো: আমির হোসাইন, আবু নাছের মো: রায়হান, মো: সাইদুর রহমান সহ আরো অনেকে।

সর্বপোরি, ছওয়াব-এর এ প্রকল্প অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠিকে অর্থনৈতিক বন্দীদশা থেকে মুক্তি দিয়ে সাবলম্বী হতে সাহায্য করবে এবং তাদেরকে মর্যাদার সঙ্গে বাঁচতে সহযোগিতা করবে বলে মনে করেন রোহিঙ্গা উপকারভোগীরা।

Leave a Reply