ছওয়াব এর উদ্দ্যোগে – দারিদ্র মুক্ত সমাজ গঠনে যাকাতের ভুমিকা শীর্ষক কর্মশালা

12/06/2018 4:24 pmViews: 97

ছওয়াব এর উদ্দ্যোগে – দারিদ্র মুক্ত সমাজ গঠনে যাকাতের ভুমিকা শীর্ষক কর্মশালা

১১/০৬/২০১৮ তারিখ সোমবার বিকাল ৪.০০ টা থেকে স্যোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) দারিদ্র মুক্ত সমাজ গঠনে যাকাতের ভুমিকা শীর্ষক কর্মশালা আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মিয়া মুজিবুর রহমান (কার্যকরী সদস্য) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আ.ন.ম রশিদ আহম্মেদ সহযোগী প্রফেসর বি.আই.ইউ, সহকারী ভাইস পেসিডেণ্ট এ.টি.এন বাংলা ইসলামী বিভাগ, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রেফেসর আব্দুল ওহাব ফিজিশিয়ান মনো মেডিকেল কলেজ ঢাকা, মোঃ নজুরল ইসলাম কান্ট্রি ডিরেক্টর গ্লোবাল ওয়ান বাংলাদেশ, ড. মোঃ সামছুল আলম এসোসিয়েট প্রেফেসর ইসলামী ষ্ট্রাডিস ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈঠকে সভাপতিত্ব করেন জনাব এস এম রাশেদুজ্জামান চেয়ারম্যান ছওয়াব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মিয়া মুজিবুর রহমান তার বক্তব্যে যাকাত আদায়ের মাধ্যমে দারিদ্র মুক্ত সমাজ গঠন করতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরপ করেন। এই বিষয়ে আরও বলেন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে জ্ঞান প্রসারের ব্যবস্থা করতে হবে। প্রধান বক্তা আ.ন.ম রশিদ আহম্মেদ দারিদ্র মুক্ত সমাজ গঠনে প্রতিষ্ঠানিক ভাবে ধনিদের কাছ থেকে যাকাত আদায় উপর গুরুত্ব আরোপ করেন এবং তা দরিদ্রদের মাঝে সুষ্ঠ ভাবে বিতরণের মাধ্যমে সমাজকে দারিদ্র মুক্ত করতে হবে। পরিশেষে সভাপতি জনাব এস এম রাশেদুজ্জামান তার বক্তব্যে বলেন এদেশের দারিদ্র বিমোচনে বৈদেশিক অনুদানের উপর নির্ভশীল না হয়ে এদেশের মানুষকেই মুখ্য ভুমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দেশের ধনী সম্প্রাদায় প্রাতিষ্ঠানিক ভাবে যাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র মুক্ত সমাজ গঠনে অধিক কার্যকরী ভুমিকা রাখতে পারে। এক্ষেত্রে ছওয়াব তার প্রতিষ্ঠালগ্ন থেকে যাকাত সংগ্রহের মাধ্যমে দারিদ্র বিমোচন ও দেশের আর্থসামাজিক উন্নয়নে ভুমিকা রেখে চলেছে। ছওয়াব এর মাধ্যমে যাকাত প্রদান করে দারিদ্র বিমোচন কর্মসুচীকে বেগবান করতে সামার্থবানদের প্রতি বিনীত আহবান জানান। উক্ত কর্মশালা শেষে ইফতার ও খাবার পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply