ছওয়াব-এর উইমেন এন্ড ফ্যামিলি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে ‘‘ফ্যামিলি ম্যানেজমেন্ট (সমস্যা ও সমাধান)” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

17/11/2021 9:59 pmViews: 9

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বেসরকারী উন্নয়ন সংস্থা ছওয়াব (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উইমেন এন্ড ফ্যামিলি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে ‘‘ফ্যামিলি ম্যানেজমেন্ট (সমস্যা ও সমাধান)” বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অবঃ) জেড আর এম আশরাফ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আ ন ম রশীদ আহমেদ এবং অধ্যাপক ড. নুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানটির সভাপতি ছওয়াব’র চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান সমাজের অশ্লীলতা, নেশাগ্রস্থ, সন্তান বিপদগামী হওয়া, পরিবার ভেঙ্গে যাওয়া, সমাজ কলুষিত হওয়া, রাষ্ট্র কাঠামো ভেঙ্গে পড়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা করেন। বিশেষ অতিথি অধ্যাপক ড. নুরুল ইসলাম বলেন, পরিবার থেকে শুরু হয় সামাজিক জীবন। একজন নারী, একজন পুরুষ ও সন্তানাদী নিয়ে গঠে ওঠে একটি পরিবার। এই আলোচনা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য খুবই গুরুত্ব বহন করে। তিনি পারিবারিক জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন যেমন-সামাজিক অনুশাসন, মানব সভ্যতা, পারস্পারিক দ্বায়িত্ব ও কর্তব্য, একক পরিবার, যৌথ পরিবার, একপতিœক পরিবার, সনাতন পরিবার, আধুনিক পরিবার, পরিবারের মর্যাদা, পরিবারের লক্ষ্যসমূহ, পরিবারের কার্যাবলীসমূহ (যেমন-অর্থনৈতিক, বিনোদনমূলক, সামাজিক প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ কর্মসূচী) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথি অধ্যাপক আ ন ম রশীদ আহমেদ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন দর্শন। ইসলাম যে সুযোগ-সুবিধাসমূহ দিয়েছে তা বাস্তব জীবন ও পারিবারিক জীবনে কাজে লাগানো উচিত। তিনি বর্তমানে সামাজিক অবস্থা ও নারীদের অবনতি সম্পর্কে বলেন যে, প্রতিদিন গড়ে ঢাকা সিটিতে ৩৬ টি ডিভোর্স সংগঠিত হয়, যার মধ্যে প্রতি ০৪ জনের মধ্যে ০৩ টি ডিভোর্স সংগঠিত হয় নারীদের কারণে এবং ০১ টি ডিভোর্স সংগঠিত হয় পুরুষদের কারণে। বাংলাদেশে গড়ে প্রতিদিন ৩৯ জনের ডিভোর্স হয়ে থাকে (সূত্র: দি ইনডিপেন্ডেন্ট, ২৫/১২/২০২০ ইং)। এ জন্য দায়ী ইসলামী জ্ঞানের অভাব, স্বামী-স্ত্রী এক সাথে না থাকা এবং পৃথকভাবে বসবাস করা। তিনি পারিবারিক জীবন ও চরিত্র গঠনের উপর বেশী জোর প্রদান করেন।
প্রধান অতিথি কর্নেল (অবঃ) জেড আর এম আশরাফ উদ্দিন বলেন, আলোচনা ও পর্যালোচনা করলে সমস্যাসমূহ চিহ্নিত পূর্বক সমাধান করা সম্ভব। তিনি বলেন, মহান আল্লাহ’র পক্ষ থেকে যে সকল নিয়ম আছে তা সব সময় সর্বোচ্চ, এর কোন বিকল্প নেই। তিনি সন্তান ধারণ ও বংশ ধারার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি ইসলামের দৃষ্টিকোণ থেকে নারী-পুরুষের মাঝে ক্ষমতা ও সম্পত্তি বন্টন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। তিনি তার আলোচনায় সাহাবী, নবী-রাসুলগনের পারিবারিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ইসলামের দুটি বিষয়কে (একটি জ্ঞান, অন্যটি ন্যায়বিচার) বেশী গুরুত্ব প্রদান করেন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্যা সমাধান সম্পর্কে বলেন, ইসলামকে ধর্ম না বানিয়ে দ্বীনে পরিণত করতে হবে।

পরিশেষে ছওয়াব’র চেয়ারম্যান মহোদয় আলোচনার সংক্ষিপ্তসার তুলে ধরেন এবং ব্যক্তি ও পারিবারিক জীবনে সকলকে এই বিধি নিষেধ মেনে চলার আহবান জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply