ছওয়াব’র রামাদান খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার পেল ৩৫০০ টি পরিবার
নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট হন বাংলাদেশ (ছওয়াব) এর পক্ষ থেকে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এবং কক্সবাজারে বসবাসরত বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের মাঝে ৩০০০ প্যাকেট রমজানের খাদ্য সামগ্রী এবং ৫০০ রোহিঙ্গা পরিবারকে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গত ১৯ শে মার্চ থেকে ২২ শে মার্চ, ২০২৩ তারিখ পর্যন্তস্থানীয় সরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত খাদ্য সামগ্রী এবং পোশাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছওয়াব এর ডিরেক্টর অপারেশনস- মোহাম্মাদ আফতাবুজ্জামান, সহ: কোঅর্ডিনেটর- মো: খোরশেদ আলম, হেড অব প্রোগ্রাম-মো: লোকমান হোসাইন তালুকদার এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার-মো: আবু সাইদ মোল্লা প্রমুখ।.বিতরণকৃত খাদ্য সামগ্রীর তালিকায় মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আটা, লবন, চিনি, খেজুর, ছোলা, নুডুলস, ট্যাংক, মশলার প্যাকেট, পেয়াজ, রশুন, শিমের বিচি, মটরশুটি, সেমাই আর পোশাকের মধ্যে ছিলো লুঙ্গি, গেঞ্জি,
জুতা, মহিলাদের থামি এবং ওড়না।
ছওয়াব ১৯৯৫ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নানাবিধ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এবং কুড়িগ্রামে ৩৫০০ পরিবারের মধ্যে মাহে রামাদানকে সামনে রেখে খাদ্য সামগ্রী এবং পোশাক বিতরণ করেছে।