ছওয়াব’র টিউবওয়েল উপহার পেল ৫০টি পরিবার

03/04/2023 4:51 pmViews: 10


গত রবিবার, ০২ রা এপ্রিল, ২০২৩ তারিখে উন্নয়নমূলক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ছওয়াবের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উত্তর আপুয়ারখাতা কউমি মাদ্রাসার মাঠে ৫০টি পরিবারের মাঝে ৫০ সেট টিউবওয়েল স্থাপনের মালামাল বিতরণ করা হয় এবং ছওয়াব এর পক্ষ থেকে সম্পূর্ণ বিনা খরচে উপকারভোগীদের মাঝে উক্ত টিউবওয়েলসমুহ স্থাপন করে দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত¡করেন মো: মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম অফিসার, ছওয়াব; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: এনামুল হক, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন মন্টু, উপজেলা চেয়ারম্যান,
উলিপুর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার অন্যান্য স্থানীয় প্রতিনিধিগণ এবং ছওয়াবের শুভাকাক্সক্ষী প্রমুখ।

ছওয়াব ১৯৯৫ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে টিউবওয়েল স্থাপনসহ নানাবিধ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম তথা শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, যাকাত প্রমোশন, মানবিক সহায়তা প্রদান, এতিম প্রতিপালন, জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তাছাড়া রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম, শেল্টার তৈরি, ওয়াটার স্টেশন-টয়লেট-শাওয়ার স্থাপন, সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় উলিপুরে ৫০টি পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপনের যন্ত্রাংশ বিতরণ
করেছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply