চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

14/09/2015 12:23 pmViews: 9
চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

 

জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পরিবেশ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থে’ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ পুরস্কার পেয়েছেন।

সোমবার তার সহকারী প্রেস সচিব আসিফ কবীর এ তথ্য জানিয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অর্জন আগে থেকেই জাতিসংঘে প্রশংসিত। জাতিসংঘের সংশ্লিষ্ট দফতরে বাংলাদেশের অর্জনগুলো আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বর দিকগুলো তুলে ধরে রিপোর্ট জমা দেয়া হয়। তারই ভিত্তিতে নেতৃত্বের ক্যাটেগরিতে এই চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী।

২০০৪ সাল থেকে পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) প্রতিবছর চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার দিয়ে আসছে।

Leave a Reply