চ্যানেল২৪-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

24/09/2013 6:20 pmViews: 11

Ch24--Logoস্টাফ রিপোর্টার: ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪-এর এমডিসহ ৮জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে চ্যানেলটির ‘মুক্তবাক’ অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে আলোচনা করে আদালত অবমাননার শামিল অপরাধ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশনের পক্ষে এ অভিযোগ দায়ের করা হয়। এ সময় প্রসিকিউটর জেয়াদ আল মালুমের সঙ্গে ছিলেন তুরিন আফরোজ, সুলতান মাহমুদ সীমন, তাপসকান্তি বল, সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও রেজিয়া সুলতানা চমন।

আইন অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একইসঙ্গে তাদের এক বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার আবেদন করা হয়। আবেদনে বলা হয়, টকশোতে আলোচকদের বিচারাধীন বিষয় নিয়ে করা মন্তব্য পক্ষপাতদুষ্ট, বানোয়াট এবং মিথ্যা, ভিত্তিহীন, অমূলক।

প্রসিকিউশিনের আবেদনে বিবাদীরা হলেন, অনুষ্ঠানের দুই আলোচক গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ ও অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুর রহমান মান্না।

চ্যানেল২৪-এর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, ও ‘মুক্তবাক’ অনুষ্ঠানের প্রডিউসারকেও অভিযুক্ত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেলে২৪ এর রাত ১১টার ‘মুক্তবাক’ নামক টকশোতে ট্রাইব্যুনালের বিচার বিষয়ে মন্তব্য করা হয়। টকশোতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিচারপতি শামীম হাসনাইন সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিলেন। কিন্তু কেন তাকে সে সুযোগ দেওয়া হয়নি। তাহলে কি বিচারের বাণী নিভৃতে কাদঁবে না?’

এছাড়া টকশোতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর সাফাই সাক্ষীদের নিয়ে মন্তব্য করা হয়। ওই সময় এক আলোচক বলেন ১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের চৌধুরী দেশেই ছিলেন না। তবুও তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪-এর এমডিসহ ৮জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে চ্যানেলটির ‘মুক্তবাক’ অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে আলোচনা করে আদালত অবমাননার শামিল অপরাধ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশনের পক্ষে এ অভিযোগ দায়ের করা হয়। এ সময় প্রসিকিউটর জেয়াদ আল মালুমের সঙ্গে ছিলেন তুরিন আফরোজ, সুলতান মাহমুদ সীমন, তাপসকান্তি বল, সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও রেজিয়া সুলতানা চমন।

আইন অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একইসঙ্গে তাদের এক বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার আবেদন করা হয়। আবেদনে বলা হয়, টকশোতে আলোচকদের বিচারাধীন বিষয় নিয়ে করা মন্তব্য পক্ষপাতদুষ্ট, বানোয়াট এবং মিথ্যা, ভিত্তিহীন, অমূলক।

প্রসিকিউশিনের আবেদনে বিবাদীরা হলেন, অনুষ্ঠানের দুই আলোচক গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ ও অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুর রহমান মান্না।

চ্যানেল২৪-এর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, ও ‘মুক্তবাক’ অনুষ্ঠানের প্রডিউসারকেও অভিযুক্ত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেলে২৪ এর রাত ১১টার ‘মুক্তবাক’ নামক টকশোতে ট্রাইব্যুনালের বিচার বিষয়ে মন্তব্য করা হয়। টকশোতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিচারপতি শামীম হাসনাইন সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিলেন। কিন্তু কেন তাকে সে সুযোগ দেওয়া হয়নি। তাহলে কি বিচারের বাণী নিভৃতে কাদঁবে না?’

এছাড়া টকশোতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর সাফাই সাক্ষীদের নিয়ে মন্তব্য করা হয়। ওই সময় এক আলোচক বলেন ১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের চৌধুরী দেশেই ছিলেন না। তবুও তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

– See more at: http://www.dainikbartoman.com/index.php?page=details&nc=49&news_id=8143#sthash.nBMfGq46.dpuf

Leave a Reply