‘চেষ্টা করার পরও কোনো স্পন্সর পেলাম না’: আইয়ুব বাচ্চু

10/07/2017 11:26 amViews: 81
‘চেষ্টা করার পরও কোনো স্পন্সর পেলাম না’: আইয়ুব বাচ্চু

‘চেষ্টা করার পরও কোনো স্পন্সর পেলাম না’: আইয়ুব বাচ্চু
নিজেকে গিটারিস্ট হিসেবে ভাবতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন এলআরবি খ্যাত ব্যান্ড লেজেন্ড আইয়ুব বাচ্চু। উপমহাদেশের সেরা গিটার বাজিয়ে তিনি। শুধু গান নয়, গিটারের প্রতিও তার প্রেম অসামান্য। যেকোনো স্টেজ শো-তে আইয়ুব বাচ্চু উপস্থিত হলে গানপাগলদের জন্য আর কি লাগে! এই গিটার জাদুকর সম্প্রতি তার ৫টি গিটার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
কেন এমন সিদ্ধান্ত? আইয়ুব বাচ্চু বলেন, ‘আমার গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সঙ্গে নিয়ে দেশব্যাপী একটা গিটার প্রতিযোগিতা অনুষ্ঠান করার আমার ভীষণ ইচ্ছে ছিল। বিজয়ীদের হাতে আমার প্রিয় গিটারগুলো তুলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলাম। কিন্তু অর্থায়নের সঙ্কটে সফল হচ্ছে না আমার এই উদ্যোগটি। বেশ কিছুদিন চেষ্টা করার পরও যখন কোনো স্পন্সর পেলাম না, আমার স্বপ্নও পূরণ হয়নি। কারণ হয়তো বা আমার স্বপ্নটা একটু বেশি বড়ই ছিল গিটার নিয়ে! আর তাছাড়া গিটারগুলো রক্ষণাবেক্ষণও বেশ কষ্টকর। তাই এগুলো বিক্রির সিদ্ধান্ত নিই।’
তিনি আরও বলেন, ‘গিটারগুলো তো আর সারাজীবন আমার কাছে রেখে দিতে পারবো না। বিশাল সংগ্রহ থেকে অন্তত কিছু গিটার যদি প্রতিভাবান তরুণদের কাছে দিয়ে যেতে পারি, সেটাই অনেক বেশি আনন্দের হবে। গিটার বিক্রির খবরটি প্রকাশের পর অনেকেই আমাকে বলেছিলেন, আপনার অনুষ্ঠানটি আয়োজন করতে কত টাকা লাগবে? আমি বলেছি, বিদেশ থেকে একজন শিল্পী আনতে যে পরিমাণ টাকা খরচ হয়, তার ৪ ভাগের ১ ভাগ হলেই হবে। এরপরও যদি পৃষ্ঠপোষকরা আমাদের দিকে মুখ তুলে না তাকায় তাহলে ভাবুন এদেশে এত বছর ধরে কী করলাম!’

Leave a Reply