চুয়াডাঙ্গায় সিইসির বাড়িতে পেট্রোল বোমা হামলা

28/12/2013 7:27 amViews: 9

চুয়াডাঙ্গায় সিইসির বাড়িতে পেট্রোল বোমা হামলা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিব উদ্দিন আহমেদের চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়াস্থ বাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদের বাড়িতে দুর্বৃত্তরা দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত থেকে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং বিস্ফোরিত বোমার আলামত ও সাদা কাঁচের বোতলে থাকা তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছি। দুর্বৃত্তদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply