চুলের তৈরি পোশাক

30/01/2014 10:48 pmViews: 11
520140130140057  30-01স্বামীকে উপহার দেওয়ার জন্য নিজের ঝরে পড়া চুল নিয়মিতভাবে জমিয়ে দীর্ঘ ১১ বছর ধরে স্বামীর জন্য একটি টুপি ও সোয়েটার বানিয়েছেন এক শিক্ষিকা।

চীনের অবসরপ্রাপ্ত শিক্ষিকা জিয়াং রেনজিয়ান ৩৪ বছর বয়স থেকে নিজের চুল জমানো শুরু করেন। তিনি বলেন, ‘আমার লম্বা, কালো রেশমের মতো চুল দেখে অনেকেরই হিংসা হতো। আমি চেয়েছিলাম চুলগুলো সংগ্রহ করে রাখতে’।

প্রতিদিন তাই চুল আঁচড়ানোর সময় চিরুনিতে আটকে থাকা চুল জমাতেন তিনি। সোয়েটার বোনার একটা উল তৈরি করতে তার লেগেছে ১৫ টুকরো চুল।

এদিকে, ২০টি চুলের টুকরো জুড়ে তৈরি হয়েছে টুপি বোনার একটা উল। সোয়েটার ও টুপি তৈরি করতে লেগেছে প্রায় ১ লক্ষ ১০ হাজার চুল।
জিয়াংয়ের জানান, চুল দিয়ে বোনার পদ্ধতিটা কঠিন কিছু না। শুধু একটু ধৈর্য ও জমানোর ইচ্ছে থাকতে হবে।

২০০৩ থেকে তার বোনার কাজ শুরু। দীর্ঘ ১১ বছরের পরিশ্রমে বানিয়েছেন ৩৮২ গ্রাম ওজনের সোয়েটার এবং ১১৯ গ্রাম ওজনের টুপি।

Leave a Reply