চুরি যাওয়া অর্থ উদ্ধারই হবে প্রথম কাজ: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারই প্রথম কাজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। পাশাপাশি এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে ব্যবস্থা নেয়া হবে। রবিবার দুপুরে গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ফজলে কবির বলেন, আইটিখাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সেই সঙ্গে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, এই ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে আশা হারাতে বসেছিল, তা যেন আর না থাকে সেটা নিশ্চিত করতে হবে। আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংককে সংস্কার করে নতুন উদ্যমে কাজ করব।
রিজার্ভের অর্থ চুরির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কমিটি গঠন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যে কমিটি গঠন করেছে সেটা মোটামুটি সবকিছুই দেখবে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এর আগে দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে আসেন গভর্নর ফজলে কবির।