চুক্তির তথ্য প্রকাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির চিঠি
চুক্তির তথ্য প্রকাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির চিঠি
ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত বিভিন্ন চুক্তির বিবরণ প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছে বিএনপি।
রবিবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন। চিঠিতে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিঠি পৌঁছে দিয়ে মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, আমরা দেখেছি ভারত সফর নিয়ে শুধু জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু এ সম্পর্কে জাতীয় সংসদে আলোচনা হয়নি, এমনকি রাষ্ট্রপতির কাছেও এই ফাইল গিয়েছে কি-না, এ বিষয়ে জনগণ কিছু জানে না। কিন্তু সংবিধানের ১৪৫/ক ধারায় এটা সংসদে পেশ করার এবং জানার অধিকার রয়েছে জনগণের।
তিনি আরো বলেন, ভারত সফর ও অন্যান্য দেশে সফরকালীন সেসব দেশের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে সংবিধান অনুযায়ী সেই চুক্তিগুলোকে জনসম্মুখে প্রকাশ করার কথা বলা হয়েছে চিঠিতে।