চীনে স্কুলবাস পুকুরে পড়ে নিহত ১১
প্রত্যক্ষদর্শী ঝোউয়ের বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরো বলা হয়, শুক্রবার ভোরে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ২ শিক্ষক ও গাড়ির চালক রয়েছেন।
পত্রিকার ছবিতে গাড়িটিকে ক্রেনের সাহায্যে পানি থেকে তুলতে দেখা যায়। গাড়িটির সামনের কাঁচ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। এই ঘটনায় দেশজুড়ে স্কুলবাসের নিরাপত্তা শৈথিল্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২০১১ সালের নভেম্বর মাসে চীনের গানসু প্রদেশের একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেট কিন্ডারগার্টেনের ৯ আসনের একটি স্কুল বাসের সংঘর্ষে ২০ শিশুসহ ২২ জনের প্রাণহানি এবং ৪২ শিশু আহত হয়। স্কুল বাসটিতে অবৈধভাবে ৬৪ জন মানুষকে বহন করা হচ্ছিল। ওই ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধানকে ২০১২ সালে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।