চীনে জাহাজডুবি: ৬৫ লাশ উদ্ধার

04/06/2015 1:35 pmViews: 5

চীনে জাহাজডুবি: ৬৫ লাশ উদ্ধার

china5
চীনের ইয়াংজি নদীতে জাহাজ ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে এসে দাঁড়িয়েছে।

বুধবার দিবাগত রাতে ৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। এ পর্যন্ত জাহাজের ক্যাপ্টেনসহ মাত্র ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩৭০ জনেরও বেশি আরোহী নিখোঁজ রয়েছেন ।

সোমবার রাতে টর্নেডোর আঘাতে পর্যটকবাহী ইস্টার্ন স্টার নামের চারতলা জাহাজটি ৪৫৮ জন আরোহী নিয়ে উল্টে যায়।

China+ship+5

ঘটনাটি ৭০ বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী নৌদুর্ঘটনায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনা প্রধানমন্ত্রী লি খা ছিয়াং  উদ্ধার ও তল্লাশি অভিযানের ‘সর্বশেষ তথ্য নিয়মিতভাবে স্বচ্ছতার সঙ্গে’ প্রকাশের নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজে যথাযথ কর্মী ও তহবিল যোগানোর আশ্বাসও দিয়েছেন তিনি।

জাহাজটি ১১ দিনের এক প্রমোদ ভ্রমণে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর চোংকিংয়ে যাচ্ছিল। জাহাজটির যাত্রীদের মধ্যে তিন বছর থেকে শুরু করে ৮০ বছরেরও বেশি বয়সী যাত্রী ছিলেন।

তবে দুই দিনেরও বেশি সময় পার হওয়ার পরও আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা। অল্প সময়ে জাহাজটি উল্টে যাওয়ায় ভিতরে অনেক এয়ার পকেটে থাকার কথা, আর তাতে অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে মনে করছেন তারা।

Leave a Reply