চীনের সবচেয়ে শক্তিধর প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং

23/10/2022 2:23 pmViews: 3

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং। শনিবার রাজধানী বেইজিংয়ে সম্পন্ন চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) জাতীয় কংগ্রেসের পর এটাই মনে করা হচ্ছে। এর ফলে তিনি একই সঙ্গে দলের এবং চীনের সামরিক বাহিনীর প্রধান হিসেবে অব্যাহতভাবে দায়িত্ব পালন করে যাবেন। এ দুটি পদই চীনের সবচেয়ে শক্তিশালী পদ। দলের শীর্ষ স্থানীয় সিদ্ধান্ত প্রণেতাদেরকেও তার বাছাই করার কথা। একে বলা হয় পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কিন্তু সম্মেলনের সমাপনী দিনে উচ্চ মাত্রার এক নাটকীয়তা প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। এদিন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাম পাশে সামনের সারিতে বসা ছিলেন সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও। কিন্তু রাষ্ট্রীয় এজেন্টরা তার কাছে গিয়ে তাকে আসন থেকে উঠিয়ে নিয়ে যায়।

দৃশ্যত তাকে  সম্মেলনস্থল থেকে বের করে দেয়া হয়। এজেন্টরা তাকে এসকর্ট করে বের করে নেন। অনিচ্ছায়ই বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। এক পর্যায়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি পিছন থেকে কথা বলার চেষ্টা করেন। কিন্তু শি জিনপিং তার দিকে না তাকিয়েই মাথা নাড়েন।

বলা হচ্ছে, সিসিপির সবচেয়ে শক্তিধর নেতা ৬৯ বছর বয়সী শি জিনপিং। প্রথম কমিউনিস্ট আমলের নেতা মাও সেতুংয়ের পর তিনিই হলেন সবচেয়ে শক্তিধর নেতা। মাও সেতুং মারা যান ১৯৭৬ সালে। তারপর থেকে অনেক কিছু বদলে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ হয়ে উঠেছে চীন। বিশ্বে সবচেয়ে বেশি সামরিক শক্তির অন্যতম তারা। শি জিনপিংয়ের অধীনে চীন হয়ে উঠেছে অধিক কর্তৃত্ববাদী। দেশের ভিতরে চালাচ্ছে নিষ্পেষণ।

Leave a Reply