চীনের বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৩৮
২৬ মে, ২০১৫
চীনে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও ছয় জন।
সোমবার রাতে দেশটির মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ওই বৃদ্ধাশ্রমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো ঘটনাটি জানিয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানায়, হেনানের লুশান কাউন্টির ওই বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের সময় দেড় শতাধিক লোক ছিল। দগ্ধদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তারা দাবি করেছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই নিরাপদে সরে যেতে পেরেছে। তবে আগুন নেভানোর পর সেখানে আর কেউ আটকা পড়েছেন কিনা বা কারও দুর্ভাগ্যজনক পরিণতি ঘটেছে কিনা তা খুঁজে দেখছে উদ্ধারকর্মীরা।