চীনা দম্পতিরা দুটি সন্তান নিতে পারবেন
নিউজ7 ডেস্ক : চীনে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কিত এক সন্তান নীতিমালা অবশেষে শিথিল করা হচ্ছে। এখন থেকে দেশটির দম্পতিরা দু’টি সন্তানও নিতে পারবেন।
চীনের উচ্চকক্ষ ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্থায়ী কমিটি এ নীতিমালার প্রস্তাব অনুমোদন করেছে। তবে এ নীতিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকরের জন্য আইনসভার অনুমোদন দরকার হবে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় বলা হয়েছে, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা গত নভেম্বর মাসে এ নীতিমালা নিয়ে আলোচনা করেন। পরে ছয়দিনব্যাপী অপর এক আলোচনা বৈঠকে এক সন্তান নীতিমালা পরিবর্তন করে সর্বোচ্চ দু’টি সন্তান গ্রহণের অনুমোদন দেওয়া হয়। এর আগে দেশটির বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে দুই সন্তান নীতিমালা চালু ছিল।
চীন দ্রুত জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে ১৯৭০ সাল থেকে এক সন্তান নীতিমালার কঠোর বাস্তবায়ন শুরু করে। এ নীতি চালু হলে তা ব্যাপকভাবে সমালোচিত হয়।
মোট জনগোষ্ঠীর মধ্যে প্রবীণদের সংখ্যা বেড়ে যাওয়ায় শ্রমশক্তিও কমে যেতে থাকে। এ শতকের মাঝামাঝির দিকে চীনের ২৫ শতাংশ জনগোষ্ঠীর বয়স ৬৫’র বেশি হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে পূর্বের নীতিমালার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।