চিরনিদ্রায় খন্দকার মাহবুব হোসেন
এর আগে গত রোববার সহকর্মী, দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হন প্রয়াত এই আইনজীবী। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, দলীয় কার্যালয় ও বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসার কাছে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্বজন, সহকর্মী ও দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সর্বশেষ জানাজার নামাজ হয় প্রায় ৬০ বছরের প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এতে হাজারো আইনজীবী, বিচারপতি অংশগ্রহণ করেন।
গত শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০শে মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১শে জানুয়ারি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। খন্দকার মাহবুব হোসেন চার দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দু’বার দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে লড়তেন মাহবুব হোসেন।