চিনে নিন নারীকে হাসি দেখে
হাসি মানুষের জীবনে এক অতি মূল্যবার সম্পদ যে যত মন খুলে হাসতে পারে তার বেঁচে থাকার সমভাবনা নাকি অনেক অংশে বেড়ে যায় বলে বিশ্লেশকরা মনে করেন কিন্তু এ হাসি যদি হয় কোন মেয়ের তা হলে তা থেকে মুক্ত ঝরে ওই হাসির আবার রকম ভেদ জেনেনি তাহলে-
১। হাসির সময় যে মেয়েদের দাত বের হয় না তারা খুব সৌভাগ্যবতী হয়।
২। যেসব নারী হাসলে দু’গালে টোলপড়ে তারা ব্যাভীচারিনী।
৩। যে নারী হাসলে মুখ রক্তিম হয় সে কুটনা হয়।
৪। যারা যেকোনো কথায় হো হো প্রান খোলা হাসিতে ভরিয়ে দেয় তারা সরল ও সৎ হয়।
৫। যে নারী অতিরিক্ত হাসে তারা দুশ্চরিত্রা হয়।
৬। মৃদু হাসিনী নারী সুখি হয়।