চা বিক্রেতা মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুরে পুলিশের তাণ্ডবে আগুনে দগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি জানান, বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর যদি কেউ দায়ী হয়, কেউ দোষী হয়, অবশ্যই তার শাস্তি হবে। আগে ঘটনাটা জেনে নেই, দেখি সেখানে কী ঘটেছিল।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, তাই যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসছে, তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।একের পর এক অভিযোগ আসায় পুলিশের ইমেজ সংকটে পড়ার কথা নাকচ করে দিয়ে স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, পুলিশের ইমেজ আরো বাড়ছে। কারণ পুলিশ সবসময় ভালো কাজ করছে।’ ফোকাস বাংলা।