চা দোকানে ঢুকে পড়ল বাস, কর্মচারী নিহত
চা দোকানে ঢুকে পড়ল বাস, কর্মচারী নিহত
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে আবুল কাশেম (৩০) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। নিহত আবুল কাশেম চান্দিনার ছয়ঘরিয়া গ্রামের আইজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রামগঞ্জগামী আল-বারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছয়ঘরিয়া এলাকার আনিছের চা দোকানকে চাপা দিয়ে খাদে পড়ে। এ সময় চা দোকানের কর্মচারী আবুল কাশেম ঘটনাস্থলে নিহত হয় এবং দোকানে উপস্থিত আরও ১০ জন ও বাসের ৪ যাত্রী আহত হয়। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।