চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি
মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বিকাল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ণদিবস কর্মবিরতি পালন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছেন। এগুলো হলো-বৃহস্পতিবার দেশের প্রধান জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বৈঠক, ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ফেডারেশনের পক্ষ থেকে সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর।