চার জেলায় হরতাল আজ ॥ রাজশাহীতে শিবিরের বিক্ষোভ, নাশকতার চেষ্টা

28/09/2013 6:41 pmViews: 11

images hortalস্টাফ রিপোর্টার ॥ রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলায় আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে শনিবার দুপুরে এ হরতালের ডাক দেয়। রাবি শাখা শিবিরের প্রচার সম্পাদক মহসিন আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আগেই তাঁরা হরতালের আল্টিমেটাম দিয়েছিলেন। তাঁদের আল্টিমেটামে কাজ না হওয়ায় রবিবার হরতাল পালন হবে।
এদিকে, হরতালের সমর্থনে শনিবার দুপুরের পর নগরীর বেশ কয়েকটি পয়েন্টে শিবিরকর্মীরা মিছিল বের করলে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে, দুপুরে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে শিবির কর্মীরা। তারা নাশকতার চেষ্টা চালালে পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
নগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার সাইদুল ইসলাম জানান, শিবিরকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে প্রায় ৪০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
আরএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার তমিজ উদ্দিন আহমদ জানান, হরতালকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সবধরনের নাশকতা এড়াতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
আটক ১৬ শিবিরকর্মী হাজতে ॥ এদিকে, রাজশাহী মহানগরীর টিকাপাড়া মুহাম্মদপুর জামে মসজিদে গোপন বৈঠকের সময় শুক্রবার রাতে আটক ১৬ শিবিরকর্মীকে শনিবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করা হয়। মহানগরীতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলাটির তদন্তভার দেয়া হয়েছে উপপরিদর্শক আবদুর রাজ্জাককে।
আসামিরা হলেন শিবিরকর্মী সাইফুল্লাহ, হামিদুল ইসলাম, এম. জহির, মিজানুল করিম, মিজানুর রহমান, আবু হানিফ, তমাল, আরিফুল ইসলাম, তোফাজ্জাল হোসেন রাজ, আজিজুল ইসলাম, আয়নুদ্দিন, আহসান হাবিব, রাফাতুজ্জামান, ফরমান আলী, সুলতান মাহমুদুর রহমান ও সাইফুল ইসলাম।

Leave a Reply