চার জেলায় সড়ক দুর্ঘটনায় হত ১১
ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুরে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যান দোকানে ওঠে পড়ায় দু’জন নিহত, টাঙ্গাইলের মির্জাপুরে দুইজন নিহত ও তিনজন আহত এবং কুমিল্লার চৌদ্দগ্রামে একজন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো-
গাজীপুর ॥ গাজীপুরে শুক্রবার যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচালকসহ ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন বাসচালক কাওসার মিয়া ওরফে আফজাল, জমির আলী, শামীম ও আরিফুল ইসলাম।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে চ্যাম্পিয়ন পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল মিনিবাস চান্দনা চৌরাস্তায় যাচ্ছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তার দক্ষিণ পাশে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও অপর ১৩ যাত্রী আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠালে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান।
নারায়ণগঞ্জ ॥ বন্দর উপজেলায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে পড়ায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে মদনপুর-জয়দেবপুর সড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতরা হলেন জাকির হোসেন ও হারুন মিয়া। মির্জাপুর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন আব্দুল গফুর ও খোরশেদ আলম। কাভার্ডভ্যান আরোহী নিহত দুজনই পপুলার ফার্মাসিটিক্যাল কোম্পানির বিক্রয় এ্যাসিস্ট্যান্ট বলে জানা গেছে।
জানা গেছে, সিরাজগঞ্জ থেকে এসআই পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুর ২টার দিকে আব্দুল গফুর ও খোরশেদ আলম মারা যান।
কুমিল্লা ॥ চৌদ্দগ্রামে শুক্রবার ভোরে কাভার্ডভ্যান ও লরির সংঘর্ষে ঘটনাস্থলে কাভার্ডভ্যানচালক আকতার উদ্দিন মিলন নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ধর্মপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম সরকারী কলেজের সামনে এ ঘটনা ঘটে।