চাকরি দেয়ার কথা বলে মাদারীপুরে তরুণীকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার
মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরে চাকরি দেয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর শহরে ওই তিনজনসহ মোট চারজন এক তরুণীকে (২৫) ধর্ষণ করেছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তাররা হলেন যুবলীগের জেলা কমিটির সদস্য আকতার হাওলাদার (৪০), তার বন্ধু আজাদ (৩৮) ও আনু ভূইয়া (৪০)।
ধর্ষণের শিকার তরুণী পুলিশ ও সাংবাদিকদের জানান, একটি বীমা কোম্পানিতে চাকরি দেয়ার কথা বলে আকতার হাওলাদার তাকে ডেকে নিয়ে যান জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুর বাড়িতে।
সেখানে মদ পান করে আকতার হাওলাদার, আজাদ, আনু ভূইয়া ও রুবেল মুন্সী (৩৫) তাকে পালাক্রমে ধর্ষণ করে।
তরুণী বলেন, “ধর্ষণ শেষে এক পর্যায়ে আমি বাথরুমে গিয়ে আমার ভাইকে ফোন দিই। আমার ভাই পুলিশকে বিষয়টি জানালে পুলিশ আসে।”
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুবকর সিদ্দিক বলেন, “খবর পেয়েই আমার নেতৃত্বে পুলিশ নিয়ে বাড়িটি ঘেরাও করে, এবং ধর্ষকদের মধ্যে আকতার হাওলাদার, আনু ভূইয়া ও আজাদকে মদ ও কনডমসহ গ্রেপ্তার করা হয়। ধর্ষকদের মধ্যে একজন পালিয়ে গেছে।”
ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও তিনি জানান।
মাদারীপুর থানার ওসি সুভাষ কুমার পাল বলেন, মামলা দায়েরের পাশাপাশি ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাড়ির মালিক জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপু বলেন, সোমবার তিনি পরিবারের সবাইকে নিয়ে ঢাকা যাওয়ার সময় বাড়ির চাবি আনু ভূইয়াকে দিয়ে আসেন।
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।