চাঁদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
চাঁদপুর, ৯ এপ্রিল : চাঁদপুরের হাইমচরে বজ্রপাতে ৩ জন মারা গেছে। এতে আহত হয়েছে আরো ৪ জন। বুধবার সন্ধ্যা ৭টায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হচ্ছে- বাবুল হাওলাদারের মেয়ে শাহনাজ (৬), মৃত আবদুর রাজ্জাকের ছেলে মো. মতিন দেওয়ান (৫০), সিরাজ মিয়ার ছেলে লিটন (১৭)। নিহতরা সবাই একই গ্রামের।
আহতরা হলো- বাবুল হাওলাদারের ছেলে হৃদয় (১২), সিরাজ মিয়ার ছেলে শাহ আলম (১২), দুলাল গাজীর ছেলে আফজাল (১২). নোয়াব আলীর ছেলে মোবারক (১১) ও কাদের গাজীর ছেলে রফিক (১২)।
স্থানীয়রা জানায়, বৃষ্টি পড়তে দেখে লোকজন মাঝিরকান্দি বাজারের দুলাল মাঝির দোকানে আশ্রয় নেয়।
হাইমচর থানার এসআই মিরাজ জানান, মাঝিকান্দি বাজারের একটি দোকানে বসে চা পান করছিলো তারা। এ সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। পরে ২ জনের লাশ হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে আনা হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। এর মধ্যে আহত ২ জনকে হাইমচর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর ২ জনকে চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।