চলে গেলেন ডালমিয়া

21/09/2015 12:23 pmViews: 5
চলে গেলেন ডালমিয়া

 

গত মার্চে দ্বিতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর শরীরটা ভালো যাচ্ছিল না তার। ক্রমে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন কলকাতার বিএম বিড়লা হাসপাতালে। সেই হাসপাতালেই রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে পরলোকগমন করলেন জগমোহন ডালমিয়া। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলেরও (সিএবি) প্রেসিডেন্ট ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্রেসিডেন্ট ডালমিয়া ছিলেন বাংলাদেশের ক্রিকেটের একজন অকৃত্রিম বন্ধু ও সুহৃদ। ২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পেছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। ডালমিয়া তখন আইসিসির প্রেসিডেন্ট ছিলেন। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ছিলেন সাবের হোসেন চৌধুরী। ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারাল।

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরিকল্পনামন্ত্রী এবং আইসিসির সাবেক প্রেসিডেন্ট আহম মুস্তফা কামাল গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান এক শোকবার্তায় বলেন, জগমোহন ডালমিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন সত্যিকারের বন্ধু এবং প্রকৃত সুহৃদকে হারাল। ডালমিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ ফতুল্লা, বগুড়া, খুলনা ও রাজশাহীতে জাতীয় ক্রিকেট লীগের ম্যাচের চতুর্থদিনের খেলার আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া সব খেলোয়াড় ও অফিসিয়াল কালো ব্যাজ ধারণ করবেন।

ডালমিয়ার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বোর্ডও শোক প্রকাশ করেছে। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই রাতে তার এনজিওগ্রাম করা হয়। তার বাঁদিকে একাধিক ক্লট অর্থাৎ রক্ত জমাট বেঁধেছিল। সেগুলো সরানো হয়। কথা ছিল তিন-চারদিন পর তাকে ছেড়ে দেয়া হবে। তিনি পৃথিবী ছেড়েই চলে গেলেন। আজ কলকাতার ইডেন গার্ডেনে সিএবির কার্যালয়ে তার মরদেহ আনা হবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

এ বছরই দ্বিতীয়বার তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন। ম্যাচ পাতানো কেলেংকারির জেরে এন শ্রীনিবাসনকে সরিয়ে তাকে ফের বোর্ডের শীর্ষকর্তা করা হয়েছিল। ১৯৮৩ সালে, যে বছর ভারত প্রথম বিশ্বকাপ জেতে, সে বছর তিনি সে দেশের বোর্ডের কোষাধ্যক্ষ হন। ১৯৯৭ সালে আইসিসির সভাপতি নির্বাচিত হন ডালমিয়া। ক্রিকেটের বিশ্বায়নের মন্ত্র ছড়িয়ে দেন তিনি সেই সময়। উপমহাদেশে ১৯৮৭ ও ১৯৯৬ বিশ্বকাপ আয়োজনে তার ভূমিকা ছিল।

Leave a Reply