চলে গেলেনগায়ক, সুরকার ও সংগীতপরিচালককুটিমনসুর লেখক: মোহাম্মদ সাকিলখাঁন
চলে গেলেনগায়ক, সুরকার ও সংগীতপরিচালককুটিমনসুর
লেখক: মোহাম্মদ সাকিলখাঁন
”আইলামআর গেলাম,
পাইলাম আর খাইলামভবে,
দেখলাম, শুনলাম, কিছুই বুঝলামনা।”
”আগে মানুষ বাজান কইতো
এখনমানু ষআব্বাকয়।”
”আমিকি তোর আপনছিলামনা রে জরিনা?
আমিকি তোর আপনছিলামনা?”
”সাদা কাপড় পরলেকিন্তু মনটাসাদাহয়না”
”যৌবন জোয়ার একবার আসে রে”
”কে বলেমানুষমরে”
”হিংসাআরনিন্দাছাড়ো”
সত্তর ও আশির দশকেরএমনঅসংখ্য জনপ্রিয়, লোকগানেরগীতিকার, গায়ক, সুরকার ও সংগীতপরিচালককুটিমনসুর ২৪শে জানুয়ারীঢাকা মেডিকেলেইন্তেকালকরেছেন (ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজেউন)। গত ২২ ডিসেম্বর ঢাকারবনশ্রীরবাসায় গুরুতর অসুস্থ হয়েপড়লেতাকেএকটি বেসরকারিহাসপাতালেভর্তি করাহয়। অবস্থার অবনতিহলে ২৯ ডিসেম্বরতাঁকেঢাকা মেডিকেলে স্থানান্তরকরাহয়।
গুণী এই শিল্পী ১৯২৬ সালেফরিদপুর জেলারচরভদ্রাসনউপজেলার লোহারটেকগ্রামেজন্মগ্রহণকরেন। মৃত্যুকালেতারবয়সহয়েছিল ৯০ বছর।
দীর্ঘ ৬০ বছরের সংগীত জীবনে লোকসংগীতের সব বিভাগেইতিনিবিচরিতছিলেন, সৃষ্টিকরেছেনকালজয়ীঅনেকগান। পল্লিগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথিপাঠ, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, আধ্যাত্বিক, দেহতত্ত¦, হামদ-নাতইত্যাদি বিষয়েপ্রায় ৮ হাজারগানের ¯্রষ্টাতিনি, তারকথা ও সুরেগান গেয়েছেনবাংলাদেশেরপ্রতিষ্ঠিতঅনেককন্ঠশিল্পী যেমন-সৈয়দ আব্দুলহাদী, এন্ডুকিশোর, রুনালায়লা, সাবিনাইয়াসমীন, নীনাহামিদ, রথীন্দ্রনাথ রায়, ফকিরআলমগীর, ইন্দ্রমোহন রাজবংশী, ফিরোজসাঁই, মুজিব পরদেশী সহঅনেকেই। অসুস্থ হওয়ারকিছুদিনআগে বঙ্গবন্ধু গবেষণাপরিষদ থেকে প্রকাশিত হয় কুটিমনসুরের লেখা”আমার বঙ্গবন্ধু, আমারএকাত্তর”বইটি।
ফরিদপুরের এই কৃতিশিল্পী, কিংবদন্তীগীতিকারেরমৃত্যুতে ”জাষ্টপিপলসনিউজবিডি”পরিবারগভীরভাবে শোকাহত। তাঁর রুহেরমাগফেরাত কামনা করছি।