চলমান সহিংসতার নিরসন কিভাবে জানতে চেয়েছে ইইউ

18/02/2015 10:02 pmViews: 34

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি  : চলমান সহিংসতা নিরসন হবে কিভাবে সরকারের কাছে জানতে চেয়েছে সফররত ইউরোপিয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধি দল।
বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে বৈঠকে তারা এসব বিষয় জানতে চান।

বৈঠকের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপিয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অ্যালেনা ভ্যালেনসিয়ানো।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিএনপি-জামায়াতের নৃশংস সহিংসতার একটি প্রামাণ্য চিত্র প্রতিনিধি দলকে দেখানো হয়েছে। বিএনপি-জামায়াতে হিংসাত্মক কর্মকাণ্ডের একটি প্রকাশনাও তাদের দেয়া হয়েছে।

শাহরিয়ার বলেন, প্রতিনিধি দলটির সাথে সংলাপ নিয়ে কোনো আলোচনা হয়নি। সংলাপ চায়- এমন কোনো কথা তারা বলেননি। তাদের বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় তৎপরতায় মহাসড়কগুলো সচল রয়েছে। ব্যবসা-বাণিজ্যেও স্বাভাবিক অবস্থা ফিরে আসছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিনিধি দলটি কয়েকটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। রানা প্লাজা ট্র্যাজিডির পরবর্তী পরিস্থিতির ওপর তাদের মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে। শ্রম অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পের এ পর্যন্ত অর্জনে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

বৈঠক শেষে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি।

Leave a Reply