চরফ্যাশন কলেজসহ সরকারি হলো আরও পাঁচ কলেজ
মহাজোট সরকারের শেষ সময়ে আরও পাঁচটি কলেজকে সরকারি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ-৪) শাফিউন নাহারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
সরকারি করা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, টাঙ্গাইল সদর উপজেলার শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ইবরাহীম খাঁ কলেজ, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নগরকান্দা আদর্শ মহাবিদ্যালয়, নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া মহাবিদ্যালয় ও ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন কলেজ।
সর্বশেষ গত ২২ মে আটটি কলেজ সরকারি করা হয়। এ নিয়ে বর্তমান সরকারের সময়ে মোট ১৮টি কলেজ সরকারী করা হল