চরফ্যাশন উপজেলা জাতীয় পাটির কমিটি বিলুপ্ত : দু’নেতার হাতাহাতি

27/09/2013 2:59 pmViews: 22

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৭ সেপ্টেম্বর ॥ চরফ্যাশন উপজেলা জাতীয় পাটির কমিটি বিলুপ্ত ঘোষণাকে কেন্দ্র করে মিজান ও ফরিদ নামের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধার চরফ্যাশন থানা রোডে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, চরফ্যাশন উপজেলা জাতীয় পাটির কমিটি বিলুপ্ত ঘোষণাকে কেন্দ্র করে জেলা জাতীয় পাটির সি: যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও পৌর জাতীয় পাটির সদস্য সচিব ফরিদ’র সাথে কথার কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ভোলা জেলা জাতীয় পাটির সি: যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান,জেলা জাতীয় পাটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত চরফ্যাশন উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা পত্র শুক্রবার বিকেলে থানা রোডের হাটেল গোল্ডলিফে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় এবং দলীয় মিটিং করে সম্মেলন প্রস্তুতির জন্য আ: হাই মিয়াকে আহবায়ক করে ১১ সদস্যে একটি কমিটি গঠন করে ফেরার পথে চরফ্যাশন উপজেলা জাতীয় পাটির সাবেক আহবায়ক মফিজ মিয়া ও সদস্য সচিব মান্নান এর নির্দেশে পৌর জাতীয় পাটির সদস্য সচিব ফরিদ তার উপর হামলা চালায়। এ ব্যাপারে চরফ্যাশন থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব  এম এ মান্নান জানান,কেন্দ্রীয় জাতীয় পাটি চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান আহম্মদ জুয়েল স্বাক্ষরিত এক আদেশে চরফ্যাশন উপজেলা কমিটি ডিসেম্বর পর্যন্ত বলবদ রাখার নির্দেশ দিলেও সে নির্দেশ উপেক্ষা করে অগণতান্ত্রিক ভাবে কমিটি বিলুপ্ত ঘোষাণা করেণ। এ ব্যাপারে জানতে চাওয়ায় পৌর জাতীয় পাটির সদস্য সচিব ফরিদ উপর মিজান আর্তকিত হামলা চালায়। এ ঘটনায় চরফ্যাশন থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ  আবুল বাশার অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ ানেয়া হবে।

Leave a Reply