চরফ্যাশনে ৮ জেলের জেল-জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার চরফ্যাশনের তেতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ ও তিন জেলেকে পাঁচশ’ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-আকবর (২৫), বারেক (৪০), সাহাবুদ্দিন (১৯), নাজিম উদ্দিন (২৫) ও সফু (৩০)।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-সবুজ, মারুফ ও আবিদ।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সকালে তার নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল চরফ্যাশনের বোয়ালখালী সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালায়। এসময় ইলিশ মাছ শিকারের দায়ে ওই আট জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত পাঁচজনকে কারাদণ্ড ও তিনজনকে অর্থদণ্ড দেন।
উল্লেখ্য, ১৩-২৩ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়ার ১৯০ কিলোমিটার ইলিশের অভায়াশ্রমসহ সমগ্র জলসীমায় মাছ ধরার ওপর নিশেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।