চরফ্যাশনে ৩ ট্রলার ডাকাতি: নিহত ১, গুলিবিদ্ধ ৩, অপহরণ ২৩ জেলে

09/10/2013 10:47 amViews: 12

74316_165498226801568_100000241765125_516119_4450059_n
চরফ্যাশন, ৯ অক্টোবর, প্রথম বাংলা: ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার শিবচর এলাকার নিকটে মেঘনায় ৩ মাছ ধারার ট্রলার ডাকাতি হয়েছে। এসময় জলদস্যুদের গুলিতে ইকবাল (২৮) নামের এক জেলে নিহত ও অপর ৩ জেলে আহত হয়েছে। ট্রলারসহ অপহৃত হয়েছে ২৩ জেলে । গত মঙ্গল বার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল উপজেলার চরফ্যাশন থানার আবদুল্লাহপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মফিজল মৃধার ছেলে।
জলদস্যুদের কবল থেকে পালিয়ে আসা সিরাজ মাঝী প্রথম বাংলাকে জানান, জয়নব-১ ও জয়নব ৩ নামের দুটি মাছ ধরার ট্রলার শিবচরের নিকটে মেঘনায় মাছ শিকার করার সময় মঙ্গলবার রাতে এক দল জলদস্যু অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে জেলেদের উপর চালায়। এসময় জেলেদের গুলিতে ৪ জেলে গুলিবৃদ্ধ হয়। গুলিবৃদ্ধদের মধ্যে ইকবাল ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া ডাকাতরা জয়নব ১ ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের মধ্যে, ট্রলার মালিক তোফায়েল মাঝী, নুরনবী, ছালাউদ্দিন, আলাউদ্দিন, কাদির, রিয়াজ,ফজলু, ফিরোজ,কালাম, আবদুল গনি, জামাল, নজরুল, দুলাল, খালেক, নুরনবী মেস্তরী, কাঞ্চন’র নাম জানাগেছে।
এদিকে ঢালচর ইউপি চেয়ারম্যান আবুল কালাম পাটোওয়ারী প্রথম বাংলাকে জানান, একই দিনে ঢালচরের তিনচর নামক এলাকার নিকটবর্তী মেঘনায় তার একটি মাছ ধরার ট্রলার ডাকাতি হয়েছে। ডাকাতরা ট্রলারে থাকা ৬ পন ইলিম মাছ ওজেলেদের মোবাইল লুট করে নিয়ে যায়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ খন্দকার এনামুল হক ঘটনার সততা স্বীকার করে বলেন, ঘটনাটি রাঙ্গাবালী থানা এলাকায় ঘটেছে।
চরফ্যাশন থানার অফিসারইনচার্জ আবুল বাশার বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে প্রথম বাংলাকে জানান, নিহতের লাশ তার বাড়ি আবদুল্লাহ পুরে আনা হয়েছে। তিনিসেখানে রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতিনেয়া হয়েছে। তিনি জানান,সেহেতু ঘটনাটি দক্ষিণ আইচা থানা এলাকার তাই এঘটনায় দক্ষিণ আইচা থানায় মামলা হবে।

Leave a Reply