চরফ্যাশনে ২০ জেলের জেল জরিমানা

22/10/2013 7:13 pmViews: 12

সংবাদদাতা,চরফ্যাশন : ভোলার চরফ্যাশনের তেতুলিয়া নদীতে থেকে ২০ জেলেকে আটক করে ১৩ জেলেকে এক বছর করে কারাদ- ও ৭ জেলের জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও ২টি নৌকা জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিৎ দেব এ দ- দেন।

দ-প্রাপ্তরা হলেন, জাকির (৪০), জাফর (২০), কাসেম (২০), কামাল (২০), সালাউদ্দিন (২০), জসিম (৪০), রিপন (১৮), ফকরুল (৪০), আমির হোসেন (৪৭), বেল্লাল (২৯), সোহাগ (১৮)।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশনের তেতুলিয়া নদীর গজারিয়া ও বাংলাবাজার এলাকায় মাছ ধরার সময় সোমবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত একটি টিম অভিযান চালিয়ে ২টি নৌকাসহ ১৫ জেলেকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১২ জনকে এক বছর করে কারাদ- ও ২ জনকে ৫হাজার টাকা করে এবং ১জনের ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া মঙ্গলবার দুপুরে ৫জেলেকে আটক করা হয় এদের মধ্যে ১জেলের ১ বছরের জেল। বাকী ৪জেলের ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply