চরফ্যাশনে ১৪ জেলের জেল জরিমানা
চরফ্যাশন প্রতিনিধি :ভোলার চরফ্যাশনে ৪ টি মাছ ধরার ট্রলার, ৫ হাজার মিটার জাল, ৫ বস্তা ইলিশসহ ১৪ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃংঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধার পর আটককৃত ১৪ জেলের মধ্যে ১২ জেলের এক বছর করে কারাদ- এবং দু’জেলের ৫ হাজার টাকা করে জরিমানা আদেশ দেন উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেটরেজাউল করিম। আটক কৃত মাছ এতিম খানা ও গরিব মানুষের মধ্যে বিলি করা হয় এবং মাছ ধরার ৪ টি ট্রলার স্থানীয়দেও জীম্মায় জব্দ করে রাখা হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেটরেজাউল করিম জানান,কোষ্ট গাট অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ আইচা থানার শিবচর এলাকা থেকে ৪ টি ট্রলার, ৫ বস্তা ইলিশ ও ৫ হাজার মিটার জালসহ ৮ জেলেকে আটক করে এবং ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তেতুলিয়া নদী থেকে ৬ জেলেকে আটক করে। আটককৃত ১৪ জেলের মধ্যে ১২ জেলের এক বছর করে কারাদ- এবং দু’জেলের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।