চরফ্যাশনে সাবেক সাংসদ আলমের বাস ভবণে হামলার অভিযোগ : সেচ্ছাসেবক দলের সভাপতি আহত
সংবাদদাতা : ভোলা- ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম’র চরফ্যাশনস্থ বাসভবনে কৃষক লীগের কর্মীরা হামলা করেছে বলে বিএনপি অভিযোগ করেন। এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মীর সায়েদসহ অর্ধশতাধিক নেতা কর্মী আহত হয়েছে বলে দাবী করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নাজিম উদ্দিন আলমের পি এস বিপ্লব চন্দ্র দাস অভিযোগ করেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ৫০ জনের একটি গ্রুপ নাজিম উদ্দিন আলমের বাসায় আতর্কিত হামলা চালায় এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মীর সায়েদসহ অর্ধশতাধিক নেতা কর্মী আহত হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল নোমানকে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, বিআরডিবির মোড়ে আ’লীগ সমর্থিতদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সেচ্ছাসেবক দলের সভাপতি আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।