চরফ্যাশনে লেগুনা টমটমের মুখোমুখি সংঘর্ষ: নিহত -১
চরফ্যাশন সংবাদদাতা: ভোলার চরফ্যাশনে লেগুনা ও টমটম টেম্পুর মুখোমুখি সংঘর্ষে শাহিন (১৯) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার রাত ৮ টার দিকে উপজেলার শশীভূষণ থানার সম্মুখে চরফ্যাশন – দক্ষিণ আইচা সড়কে
এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ঘাতক লেগুনা ও টমটম টেম্পুর দুটি আটক করেছে।
নিহত শাহিন চরফ্যাশন উপজেলার আসলাম পুর ৮ নং ওয়ার্ডের কবির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন চরফ্যাশন থেকে দক্ষিণ আইচাগামী একটি লেগুনার পেছনে দাড়িয়ে দক্ষিণ আইচা যাচ্ছিলেন। শশীভূষণ থানার সম্মুখে হঠাৎ পিপরীত মুখে একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে শাহিন রাস্তায় পড়ে যায়। এসময় পিছনে থাকা একটি টমটম টেম্পু চাপা দেয় । স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভ’ষণ থানার অফিসার ইনচার্জরেজাউল করিম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ঘাতক লেগুনা ও টমটম টেম্পুর দুটি আটক করা হয়েছে। লাশ আনার জন্য চরফ্যাশন হাসপাতালে ফোর্স প্রেরণ করা হয়েছে।