চরফ্যাশনে ভূমিদস্যুদের হামলা, আহত-৮
চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশনের জাহানপুরে ভূমিদস্যু আলমগীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে কৃষক পরিবারের ৮ জনকে আহত করেছে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায় , উপজেলার শশীভূষণ থানার ওমরাবাজ মৌজার ২ একর জমিতে বসত বাড়ি করে প্রায় শতাধিক বছর ধরে এসহাক গংরা বসবাস করে আসছে। ওই জমি দখলের জন্য এলাকার ভূমিদস্যু নুর ইসলাম জালিয়াতি কাগজপত্র তৈরী করে গত শুক্রবার বিকেলে নুর ইসলাম’র ছেলে আলমগীর’র নেতৃত্বে ৫০/৬০ জনের এক দল সন্ত্রাসী ওই বাড়ি দখল করতে যায়। এসময় তাদেরকে বাধাঁ প্রদান করলে এসহাকগংদের উপর এলোপাতারি হামলা চালায়। এতে বিবি জলেখা (৪০), ইউসুফ (২৮), এসহাক (৫৫), মজিবল (৬৫), বিবি জহুরা (৫৫), মরিয়ম (৪৫) ও ছালেকা (৩৫) আহত হয়েছে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইউসুফ জানান, ১শ বছর পূর্ব থেকে আমাদের পূর্ব পুরুষরা ওই জমি ভোগ দখল করে। আমরা ওয়ারিশ সুত্রে ওই জমির মালিক হয়ে ভোগ দখল করে আসছি। সেই জমি থেকে উৎখাতের জন্য ভূমি দস্যু খ্যাত আলমগীর বিভিন্ন সময় হুমকী-ধমকী দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে ৩ মাস পূর্বে শশীভূষণ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। শুক্রবার বিকেলে আমাদেরকে বাড়ি থেকে উৎখ্যাত করতে তারা হামলা চালায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম হামলা কথা নিশ্চিত করে বলেন, এখনো কেউ মামলা করেনি।