চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু
সংবাদদাতা, চরফ্যাশন , ৩ নবেম্বর ॥ ভোলার চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলা উদ্দিন (৪০) খোরশেদ আলম (৪৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার জিন্নাগড় ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন জিন্নাগড় গ্রামের অলিউল্লাহর ছেলে, খোরশেদ আলম একই এলাকার আমির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে আলাউদ্দিনের বাসায় শ্রমিক খোরশেদ আলম গাছের ডাল কাটার জন্য গাছে উঠে ওই গাছের ডালের সাথে অবৈধ বিদ্যুত সংযোগের তার ছিড়ে থাকায় ওই তারের সাথে বিদ্যুতায়িত হয়ে স্পৃষ্ট খোরশেদ নিচে পড়ে পড়ে যায়, তাকে উদ্ধার করতে গিয়ে আলাউদ্দিনও বিদ্যুত স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আবুল বাসার ঘটনার সততা নিশ্চিত করেছেন।